ওরা অদম্য, অজেয়। একদল তরুণ মোটরবাইকে ছুটে চলল বাংলাদেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে। তেঁতুলিয়া থেকে টকনাফ একত্রে দল বেঁধে পাড়ি দিয়েছে বাংলাদেশের ৫৩ জন বাইকার। যারা একত্রিত হয়েছিলেন দেশের বিভিন্ন জেলা থেকে। তাদের এক সুতোয় গেঁথেছে দেশি বাইকার নামের এক ফেসবুক গ্রুপ। সম্প্রতি গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে দেশের তরুণদের হাত ধরেই। এই তরুণরাই […]