এদিকে বড়দিনকে সামনে রেখে দুপুরে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাকলাই পাড়া সাব জোনের আওতাধীন প্রাতাপাড়ার বাসিন্দাদের খাদ্যসামগ্রী বিতরণ করে সেনাবাহিনী। দ্য ম্যাজেস্টিক টাইগার্স–এর অধিনায়কের পক্ষে পাড়াবাসীর জন্য চাল, ডাল, তেল, চিনি, চা–পাতা, লবণ ও বিভিন্ন মসলা বিতরণ করেন সাব জোন কমান্ডার। প্রাতাপাড়া এলাকার কমিউনিটি ব্যাপ্টিস্ট চার্চের ধর্মগুরু সার ত্লিং বম ও ভারপ্রাপ্ত কারবারি পাকত্লিরং বম […]