‘যত সমস্যা ও কষ্টই হোক, আমার স্বপ্ন, ভালোভাবে লেখাপড়া শেষ কইরা কিছু একটা করুম। স্বাবলম্বী হমু। কারও করুণা নিয়া বাঁচুম না। হাত কাজ না করুক, পায়ের ও মনের শক্তি দিয়েই এগিয়ে যামু। সংসারের অভাব ঘোচাতে সাহায্য করুম। প্রমাণ করুম, ইচ্ছা থাকলে কোনো বাধাই বাধা নয়।’ এভাবেই নিজের অদম্য মনোভাব ও ইচ্ছাশক্তির কথা জানায় সোনিয়া আক্তার। […]
বায়ান্নর ভাষা আন্দোলনের পর যখন রবীন্দ্রনাথের জনপ্রিয়তা আরও বেড়ে যায়, তখনো তাঁকে ছোট করে দেখানোর চেষ্টা হয়েছে উল্লেখ করে ফকরুল আলম বলেন, রবীন্দ্রনাথকে বাঙালি মুসলমানও কম ভালোবাসেনি। গোলাম মোস্তফা, জসীমউদ্দীন, মনসুর উদদীন ও ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্—সবার সঙ্গেই রবীন্দ্রনাথের সুসম্পর্ক ছিল। প্রাবন্ধিক আলম খোরশেদ বলেন, বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’র কথা রবীন্দ্রনাথের, […]