ylliX - Online Advertising Network
পিছিয়ে পড়েও ইয়ংমেন্সকে ৪ গোল দিল কিংস

পিছিয়ে পড়েও ইয়ংমেন্সকে ৪ গোল দিল কিংস


ম্যাচের ৩৩ মিনিটে তিয়াস দাসের লাল কার্ডটাই ইয়ংমেন্সকে কিংসের চোখে চোখ রেখে লড়াই করতে দেয়নি। তিনি আগেই হলুদ কার্ড পেয়েছিলেন। ৩৩ মিনিটে রাব্বি হোসেন রাহুলকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন।

শুরুর দিকে বসুন্ধরা কিংসকে ইয়ংমেন্স কিছুটা হলেও চোখ রাঙানি দিচ্ছিল। তবে ১০ জনের দল হয়ে পড়ার পর দলটি একেবারেই নিজেদের খোলসে ঢুকিয়ে ফেলে। তখন তাদের লক্ষ্য হয়ে ওঠে শুধুই আক্রমণ ঠেকানো। এমন পরিস্থিতিতেও কিংসের ফরোয়ার্ডরা নিজেদের মধ্যে সমন্বয়হীনতার কারণে বারবার খেই হারিয়েছেন।

ব্রাজিলিয়ান ফুটবলার জোনাথন ফার্নান্দেজ আক্রমণভাগকে নেতৃত্ব দিলেও তাঁর আরেক ব্রাজিলিয়ান সতীর্থ মিগুয়েল ফেরেইরার অভাবটা অনুভূত হয়েছে। ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুলরা কয়েকটি সুযোগ নষ্ট করেছেন।

একের পর এক সুযোগ নষ্ট, ইয়ংমেন্সের রক্ষণে গিয়ে ফরোয়ার্ডদের আটকে যাওয়া যখন হতাশা বাড়াচ্ছে কিংস শিবিরে, ঘড়ির কাঁটাও দ্রুত এগিয়ে চলছে তখন, ঠিক ওই সময় (ম্যাচের ৬৮ মিনিটে) কাঙ্ক্ষিত সমতাসূচক গোলটি পায় কিংস। গোল করেন জোনাথন ফার্নান্দেজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *