ylliX - Online Advertising Network
সুপার কাপ জিতে রিয়াল থেকে ‘প্রতিশোধ’ নিল বার্সা

সুপার কাপ জিতে রিয়াল থেকে ‘প্রতিশোধ’ নিল বার্সা


সুপার কাপ জিতে রিয়াল থেকে ‘প্রতিশোধ’ নিল বার্সা
ছবি: সংগৃহীত

গত বছর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার তারই শোধ নিয়েছে কাতালানরা।

সুপার কাপের এবারের আসরে শুরু থেকেই সেই প্রতিশোধের স্পৃহা দেখা গিয়েছে তাদের চোখেমুখে। করেও দেখাল শেষ পর্যন্ত। জিতে নিয়েছে শিরোপা।  


স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচটিতে রিয়াল মাদ্রিদকে ৫-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। শুরুতে রিয়ালকে এমবাপ্পে এগিয়ে নেওয়ার পর বার্সাকে সমতায় ফেরান লামিনে ইয়ামাল। প্রথমার্ধে কাতালানদের হয়ে গোল পান রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া ও আলেহান্দ্রে বালদেও। বিরতির পর ব্যবধান আরও বাড়ান রাফিনিয়া। তবে কিছুক্ষণ পর রিয়ালের ব্যবধান কমান রদ্রিগো।  


জেদ্দায় শুরুটা দারুণ হয় বার্সেলোনার। দ্বিতীয় মিনিটেই সুযোগ পায় তারা। তবে ইয়ামালের বক্সের বাইরে থেকে নেওয়া বাঁকানো শট ঝাপিয়ে ঠেকান থিবো কোর্তোয়া। দুই মিনিট পর ফের সুযোগ পায় তারা। এবার রাফিনিয়ার হেড ঠেকিয়ে বিপদমুক্ত কেরন কোর্তোয়া। পরের মিনিটে অবশ্য এগিয়ে যায় রিয়াল। ভিনিসিয়ুস থেকে পাওয়া বল একজনকে কাটিয়ে জালে পাঠান কিলিয়ান এমবাপ্পে।  


২২তম মিনিটে বার্সাকে সমতায় ফেরান ইয়ামাল। লেভানদোভস্কির ব্যাকহিল পাস পেয়ে চুয়ামেনিকে কাটিয়ে বক্সে গিয়ে জাল খুঁজে নেন তরুণ এই ফরোয়ার্ড। ৩৫তম মিনিটে নিজেদের বক্সে গাভিকে ফাউল করেন কামাভিঙ্গা। কিছুক্ষণ পর ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত জানান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি লেভানদোভস্কি।  


এগিয়ে থাকা বার্সা ক্রমশই আক্রমণ বাড়াতে থাকে। তিন মিনিট পর এগিয়েও যায় তারা। মাঝমাঠ থেকে আসা কুন্দের উড়ে আসা ক্রস দারুণ এক হেডে রিয়ালের জালে পাঠান রাফিনিয়া। যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান বালদে। রিয়াল মাদ্রিদের কর্নার থেকে আসা বল তাদের ভুলেই পেয়ে যান ইয়ামাল। তিনি খুঁজে নেন রাফিনিয়াকে। ভালভার্দের কাছে নিয়ন্ত্রণ হারানোর আগেই সেই বল টেনে নিয়ে জালে পাঠিয়ে দেন বালদে।  


বিরতির পর আগের মতোই খেলতে থাকে বার্সেলোনা। ৪৮তম মিনিটে আরও একটি গোল পায় তারা। কাসাদো থেকে পাওয়া বল কয়েকজনকে কাটিয়ে বক্স থেকে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া। কিছুক্ষণ পর ব্যবধান কমায় রিয়াল। আক্রমণে থাকা এমবাপ্পেকে বক্সের খুব কাছে ফাউল করে বসেন সেজনি। ভিএআর থেকে বার্সা গোলরক্ষককে লাল কার্ড দেখান রেফারি। ফ্রিকিক থেকে তখন গোলটি করেন রদ্রিগো।  


দশ জনের বার্সেলোনার বিপক্ষে বাকি সময়টা গোলের জন্য চেষ্টা চালায় রাফিনিয়া। তবে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। হারতে হয় বাজেভাবেই।  


বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *