চট্টগ্রামে তল্লাশিচৌকিতে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মোরশেদ খান ও মোহাম্মদ করিম। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগরের চান্দগাঁও থানার মোহরা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত হন চান্দগাঁও থানার এসআই মো. হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আবদুস সাত্তার, মো. আমিরুল ইসলাম ও ফরিদ শেখ। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।