ylliX - Online Advertising Network
হাজারীবাগে ছিনতাইকারীর গুলিতে স্বর্ণ ব্যবসায়ী আহত

হাজারীবাগে ছিনতাইকারীর গুলিতে স্বর্ণ ব্যবসায়ী আহত


হাজারীবাগে ছিনতাইকারীর গুলিতে স্বর্ণ ব্যবসায়ী আহত

ঢাকা: রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে কয়েক ভরি স্বর্ন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত জুয়েলারি ব্যবসায়ীর নাম সজল রাজবংশী (৩৭)।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সজল রাজবংশীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। পরে তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়া হয়েছে।


আহত সজল রাজবংশীর ভাই জয় রাজবংশী জানান, তাদের বাসা হাজারীবাগ সেকশন বেড়িবাঁধ এলাকায়। কামরাঙ্গীরচরে তাদের ইতি জুয়েলার্স নামে স্বর্ণের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাতে দোকান বন্ধ করে তার ভাই সজল মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। সেকশন বেড়িবাঁধ এলাকায় এসে পৌঁছালে দুই মোটরসাইকেলে সাত থেকে আটজন ব্যক্তি মোটরসাইকেলের গতিরোধ করে সজলের বাম পায়ের হাঁটুতে একটি গুলি করে। পরে সজলের কাঁধে থাকা স্বর্ণের ব্যাগটি ছিনিয়ে নেয়।  


জয় রাজবংশী অভিযোগ করেন, ব্যাগে আনুমানিক ৭০ ভরি স্বর্ণ ছিল, যা ছিনতাইকারীরা নিয়ে গেছে। খবর পেয়ে আহত অবস্থায় সজলকে প্রথমে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডি পপুলার মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।


ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাজারীবাগ এলাকা থেকে ওই যুকককে আহত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। স্বজনরা জানান, ছিনতাইকারীরা তার বাম পায়ে গুলি করে স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে।


বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫

এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *