চট্টগ্রাম: রাউজানে সন্ত্রাসীদের গুলিতে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এলোপাতাড়ি গুলিতে আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় জাহাঙ্গীরকে গুলি করে সন্ত্রাসীরা।
নিহত জাহাঙ্গীর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আসদ আলী মাতব্বর পাড়ার সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে।
তিনি চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জের শুঁটকির পাইকারি ব্যবসা করেন। এছাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে তাঁর।
গুলিতে আহত মুহাম্মদ আব্বাস (৩৮) জাহাঙ্গীরের মালিকানাধীন ওই কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক বলে জানা গেছে। তাঁকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দুপুরে জাহাঙ্গীর তাঁর প্রতিষ্ঠানের ওই ব্যবস্থাপকসহ একটি মোটরসাইকেলে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। মসজিদের কাছাকাছি পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা দুজনকে আঘাত করে মোটরসাইকেল থেকে নিচে ফেলে দেয়। এরপর দুজনকে এলোপাতাড়ি গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে গেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। অপরাধীদের শনাক্তে কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
বিই/পিডি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।