ylliX - Online Advertising Network
অক্টোবরে এলো ২৩৯ কোটি ৫০ লাখ ডলার

অক্টোবরে এলো ২৩৯ কোটি ৫০ লাখ ডলার


অক্টোবরে এলো ২৩৯ কোটি ৫০ লাখ ডলার

ঢাকা: অক্টোবর মাসে প্রবাসী আয় এলো ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৮ হাজার ৭৪১ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। এ অংক আগের বছরের একই সময়ের চেয়ে বেশি।

রোববার (০৩ নভেম্বর ) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

জুলাই মাসে দেশে আন্দোলনের সময় প্রবাসী আয়ের ধারা কমে যায়। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে প্রবাসী আয় বাড়ে। এরপর থেকে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এ ধারা সেপ্টেম্বর মাসেও অব্যাহত থাকে। একক মাস হিসেবে সেপ্টেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসে।  


তথ্য অনুযায়ী, আগের মাস সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছিল ২৪০ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার। আর আগের বছরের অক্টোবর মাসে প্রবাসী আয় এসেছিল ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার।


তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭২ কোটি ৬১ লাখ ৬০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৯৯ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫৪ কোটি ১৮ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৭১ লাখ ৭০ হাজার ডলার।


একক ব্যাংক হিসাবে অক্টোবরে সর্বোচ্চ পরিমাণ প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এর পরিমাণ ৪৩ লাখ ১৪ লাখ ৯০ হাজার ডলার।


কোন প্রবাসী আয় সংগ্রহ করতে পারেনি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংকে আসেনি প্রবাসী আয়। বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়াও প্রবাসী আয় সংগ্রহ করতে পারেনি।


বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪

জেডএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *