ylliX - Online Advertising Network
চিলমারী-রৌমারী নৌপথে ১২ দিন পর ফেরি চলাচল শুরু

চিলমারী-রৌমারী নৌপথে ১২ দিন পর ফেরি চলাচল শুরু


নাব্যতা–সংকটে ১২ দিন বন্ধ থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকালে চিলমারী নৌবন্দর রমনা ঘাট থেকে ‘কদম’ নামের একটি ফেরি পাথরবোঝাই ট্রাক নিয়ে রৌমারী ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে।

এই নৌপথের দায়িত্বে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান প্রথম আলোকে বলেন, রৌমারী বলদ মারা ঘাটে ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় ফেরি বিভিন্ন জায়গায় মাটির সঙ্গে আটকে যাচ্ছিল। পরে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ রেখে খনন করা হয়। গতকাল মঙ্গলবার খননকাজ শেষ হয়েছে। আজ ফেরি কদম চিলমারী ঘাট থেকে এবং কুঞ্জলতা নামের অপর একটি ফেরি রৌমারী ঘাট থেকে আবার চলাচল শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *