২০১৮ সালের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের জিরাফের চাহিদা অনেক। গত এক দশকে ৪০ হাজার জিরাফ আমদানি করা হয়েছে। সেন্টার ফর বায়োলজিক্যাল ডাইভারসিটির পরিচালক তানিয়া সানেরিব বলেন, জিরাফ নীরবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিপন্ন প্রজাতি হিসেবে সুরক্ষা দিলে জিরাফকে চামড়া ও শরীরের অন্যান্য অংশের জন্য হত্যা করতে বাঁধা তৈরি করবে। জিরাফের লেজ, মাথার খুলি থেকে শুরু করে চামড়া, চামড়াজাত পণ্য, হাড়, হাড়ে খোদাই করা নকশার জন্য শিকারিরা জিরাফ হত্যা করছে অনেক। আফ্রিকা অঞ্চলে জিরাফ যেখানে বাস করে সেই সব এলাকায় ঘন ঘন খরা বিপর্যয়ের কারণে জিরাফের সংখ্যা কমছে।
সূত্র: আর্থ ডটকম