ylliX - Online Advertising Network
সালথার চাঁপাইবিলে অবৈধ ড্রেজার, হুমকিতে ফসলি জমি

সালথার চাঁপাইবিলে অবৈধ ড্রেজার, হুমকিতে ফসলি জমি


সালথার চাঁপাইবিলে অবৈধ ড্রেজার, হুমকিতে ফসলি জমি

ফরিদপুর: ফরিদপুরের সালথার চাঁপাইবিলে অবাধে চলছে অবৈধ ড্রেজার মেশিন। এতে হুমকিতে রয়েছে ওই এলাকার ফসলি জমি ও বাড়িঘর।


সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া পশ্চিমপাড়া এলাকার চাঁপাইবিলে অবৈধ ড্রেজার চালানোর অভিযোগ উঠেছে।


স্থানীয়দের অভিযোগ, ভাবুকদিয়া গ্রামের মো. পিকুল ও নজরুলসহ কয়েকজন চাঁপাইবিলে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বাড়িতে মাটি ভরাট করছেন। বাড়ির পাশের ডোবাও ভরাট করছেন। এতে আশপাশের ফসলের জমিতে পানি প্রবেশ করছে। ফলে ফসলের ক্ষতি হচ্ছে। এছাড়া বিলের যেখান থেকে মাটি কাটা হচ্ছে তার আশপাশের জমিও হুমকির মুখে পড়ছে।


নাম প্রকাশে অনিচ্ছুক ভাবুকদিয়া গ্রামের এক ব্যক্তি বলেন, উপজেলার সিংহপ্রতাপ গ্রামের মিজানুর রহমান নামে এক ব্যক্তি পিকুল ও নজরুলদের কাছে অবৈধ ড্রেজার মেশিন ভাড়া দিয়েছেন। মিজানুর মূলত ড্রেজার মেশিনের মালিক। এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পান না। এছাড়া সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসের নাম ভাঙানোরও অভিযোগ রয়েছে মিজানুরের বিরুদ্ধে।



এ ব্যাপারে মো. পিকুল ও নজরুলের মোবাইলফোনে একাধিকবার কল করে যোগাযোগের চেষ্টা করা হলে রিসিভ না হওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


তবে ড্রেজার মেশিনের মালিক মিজানুর রহমান বলেন,   ‘রোববার থানা থেকে পুলিশ এসে ড্রেজার মেশিন বন্ধ রাখতে বলেছে। আমরা সোমবার (২ ডিসেম্বর) ড্রেজার মেশিন সরিয়ে নেব। আর প্রশাসনের নাম ভাঙানোর বিষয়টি সত্য নয়।


সালথার ইউএনও মো. আনিচুর রহমান বালী বলেন, চাঁপাইবিলে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বাড়ির মাটি ভরাট ও ডোবা ভরাটের বিষয়টি জানার পর পরই ঘটনাস্থলে সার্ভেয়ার পাঠানো হয়েছিল। তিনি (সার্ভেয়ার) আমাদের বিষয়টি এখনও জানাননি। তিনি আমাদের জানানোর পরই প্রয়োজনে ওই এলাকায় অভিযান চালানো হবে।


বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *