আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আপনারা ভেবে দেখবেন, আমরা এই আহ্বান করেছিলাম—আমাদের ওপর হামলা করছে, আপনারা ঘর থেকে বের হয়ে আসুন, আপনারা অফিসে যাবেন না। তারা আমাদের কথায় সাড়া দিয়ে রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল, শহীদ হয়েছিল। সেই লোকগুলোকে এখনো যদি রাস্তায় চলার ক্ষেত্রে চাঁদা দিতে হয়, আপনাদের যদি বাধা দেওয়ার সেই সাহসটা না থাকে, তাহলে এই বাংলাদেশ কখনো পরিবর্তন হবে না।’
আবদুল হান্নান মাসউদ আরও বলেন, ‘নব্বইয়ের গণ-অভ্যুত্থান শুধু ১৫ জন শহীদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছিল। আর ২৪-এর গণ–অভ্যুত্থান হয়েছে দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে। সেই দুই হাজার তাজা প্রাণের বিনিময়ে যদি নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আবার ২০ বছর পর, ৩০ বছর পর, আবার চার হাজার মানুষকে জীবন দিতে হবে। যেভাবে আমরা দুই হাজার জনের জীবনের জন্য দায়ী হয়ে থাকব, ঠিক একইভাবে পরবর্তী সময়ে প্রজন্মের যে চার হাজার জন জীবন দেবে, তার জন্যও দায়ী থাকব।’