যত দিন পৃথিবী থাকবে, তত দিন সংস্কার হবে, কিন্তু তত দিন অন্তর্বর্তী সরকার থাকবে না, কাজেই অন্তর্বর্তী সরকারকে প্রাধান্য ঠিক করতে হবে বলে উল্লেখ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন আলোচনা করার পরামর্শ দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক। তিনি বলেন, তাহলে এই সরকার মানুষের কথা বুঝতে পারবে।
অন্তর্বর্তী সরকারের তরুণ নেতৃত্বের দিকে সবার দৃষ্টি থাকে উল্লেখ করে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, ‘এক অনুষ্ঠানে ছাত্রদের পক্ষ থেকে একজন বলছিলেন, আমাদের কাছে সরকারি কর্মকর্তারা অনেক সময় বলেন যে একজন সমন্বয়ককে দিয়ে যদি ফোন করান, তাহলে খুব ভালো হয়। মানে তদবিরের জন্য আরকি। এটা একটা নেগেটিভ কথা। কিন্তু আমি মনে করি, এই যে তরুণদের নতুন এমপাওয়ারমেন্ট (ক্ষমতায়ন) যেটা হয়েছে, সেটা আমাদের জন্য নতুন আলোকবর্তিকা এবং এই তরুণেরাই পারবে আমাদের পরিবর্তন করতে।’