ylliX - Online Advertising Network
মা হারানোর ১৩ বছর, যা বললেন দীঘি

মা হারানোর ১৩ বছর, যা বললেন দীঘি


মা হারানোর ১৩ বছর, যা বললেন দীঘি

এক যুগেরও বেশি সময় আগে মা অভিনেত্রী দোয়েলকে হারিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। মায়ের মৃত্যুর সময় খুবই ছোট ছিলেন দীঘি।

তবে এতদিন পরও সেই মায়ের কথা মনে করে কেঁদে উঠেন তিনি!

রোববার (২৯ ডিসেম্বর) মায়ের ১৩তম মৃত্যুবার্ষিকীতে ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে দীঘি মাকে নিয়ে স্মৃতিচারণ করে সে কথাই জানালেন।  


দীঘি লেখেন, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা। ১৩ বছর কাটিয়ে দিলাম, আরও কতোটা বছর যে কাটাতে হবে! সময় কখনো থেমে থাকে না…. কিন্তু প্রতিনিয়ত তোমাকে আমি অনেক মিস করি মাম্মি।  


তিনি আরও লেখেন, এতকিছু লিখতে চাই কিন্তু দিন শেষে কিছুই লিখতে পারি না, শুধু চোখ ভিজে আসে। অনেক অনেক বেশি তোমাকে ভালোবাসি। সবাই আমার মা’র জন্য দোয়া করবেন।  


এদিকে, সবশেষ ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমায় দেখা গেছে দীঘিকে। রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। এতে দীঘির বিপরীতে দেখা গেছে ছোট পর্দার অভিনেতা সৈয়দ জামান শাওনকে।


বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *