ylliX - Online Advertising Network
গুহাবাসীর চমকপ্রদ আখ্যান

গুহাবাসীর চমকপ্রদ আখ্যান


এ ঘটনার তাৎপর্য একাধিক। তবে আল্লাহ কীভাবে তাঁর ওপর সমর্পিত বান্দাদের কী করে চরম প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করেন, তা দেখানো হয়েছে।

বাগানের মালিকের সম্পদের ঘটনা

এক ব্যক্তির সুন্দর একটি বাগান ছিল। কিন্তু লোকটি ছিলেন অহংকারী। পবিত্র কোরআনে আছে, ‘আর তার প্রচুর ধনসম্পদ ছিল, তারপর কথায় কথায় সে তার বন্ধুকে বলল, ধনসম্পদে আমি তোমার থেকে বড় ও জনবলেও তোমার চেয়ে শক্তিশালী’ (কোরানশরিফ: সরল বঙ্গানুবাদ, ‘সুরা কাহাফ’, আয়াত ৩৪, অনুবাদ: মুহাম্মদ হাবিবুর রহমান, প্রথমা প্রকাশন)। অহংকারী হয়ে আল্লাহর নিয়ামতের কথা ভুলে যাওয়ায় আল্লাহ তাঁর বাগান ধ্বংস করে দেন।

ঘটনাটি তাঁদের জন্য, যাঁরা নিজের অহংবোধে আল্লাহর নিয়ামতের কথা ভুলে যান। তাঁরা ভুলে যান যে আল্লাহ চাইলেই মুহূর্তে তাঁদের কাছ থেকে সবকিছু কেড়ে নিতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *