ylliX - Online Advertising Network
সাবেক এমপি নিক্সনের অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার

সাবেক এমপি নিক্সনের অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার


সাবেক এমপি নিক্সনের অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার
জব্বার মুন্সি ওরফে জব্বার মাস্টার (সংগৃহীত ছবি)

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জব্বার মুন্সি ওরফে জব্বার মাস্টারকে (৫৫) বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জব্বার ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী।


বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।


বুধবার (১ জানুয়ারি) ভোর রাতে ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা এলাকা থেকে জব্বারকে গ্রেপ্তার করা হয়।  


গ্রেপ্তার জব্বার মাস্টার হাজরাকান্দা গ্রামের বাসিন্দা।  


এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী ছিলেন জব্বার মাস্টার। তিনি একটি প্রাইমারি স্কুলের মাস্টার। তবে তার বিরুদ্ধে ডজনখানেক মামলা ছিল। নিক্সন চৌধুরীর দোহাই দিয়ে এলাকায় আধিপত্য কায়েম করেছিলেন এই জব্বার মাস্টার।  


নিক্সনকে ব্যবহার করে একে একে সবকটি মামলা থেকে রেহাই পান তিনি। জব্বার মাস্টারের গ্রেপ্তারের খবরে এলাকায় আনন্দের জোয়ার বইছে।  


ভাঙ্গা থানার ওসি মোকছেদুর রহমান জানান, একটি বিস্ফোরক মামলায় সাবেক এমপি নিক্সন চৌধুরীর সহযোগী হিসেবে পরিচিত জব্বার মাস্টারকে বুধবার ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।


বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *