ylliX - Online Advertising Network
জয়পুরহাটে গ্রাফিতিতে জয় বাংলা লেখার প্রতিবাদে সড়ক অবরোধ

জয়পুরহাটে গ্রাফিতিতে জয় বাংলা লেখার প্রতিবাদে সড়ক অবরোধ


জয়পুরহাটে গ্রাফিতিতে জয় বাংলা লেখার প্রতিবাদে সড়ক অবরোধ

জয়পুরহাট: জুলাই-আগস্টের বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে আঁকা গ্রাফিতিতে জয় বাংলা স্লোগান লেখায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী  ছাত্ররা।  


রোববার (৫ জানুয়ারি) লালবিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ প্রতিবাদ মিছিল করেন তারা।


স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে পাঁচবিবি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে আঁকা গ্রাফিতিতে জয় বাংলা ও শহীদ আবু সাঈদের ছবিতে ভুয়া লেখা হয়। এ ঘটনার প্রতিবাদে সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ মিছিল করেন।


মিছিল শেষে জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবির পাঁচমাথা এলাকায় সড়ক অবরোধ করেন তারা।  


সড়ক অবরোধ করায় ঘটনাস্থলে পুলিশ এলে ছাত্রদের সঙ্গে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলীর সঙ্গে তর্কে জড়ান ছাত্র নেতারা। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন তারা।


এসময় বক্তব্য দেন কলেজছাত্র তন্ময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজিজুর রহমান, মহিলা কলেজের তাহসিন কবির, শিক্ষার্থী শ্রাবন্তী, তাসমিন, মমো, আল আশিক, সানি, আল মামুন, মুরছালিন, জাসি ও জাসেদসহ অনেকে।


পাঁচবিবি থানার ওসি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।


বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *