![জাতিসংঘের সুপারিশের বিষয়ে সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা](https://www.banglanews24.com/public/uploads/2025/02/13/1739430725.Home minister.jpg)
স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের (ওএইচসিএইচআর) র্যাব বিলুপ্ত, ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখাসহ যে সব সুপারিশ দিয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এসবি ইমিগ্রেশনের বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল/ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারীদের জটিলতা/অভিযোগ ৯৯৯-এ জানানোর কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের দেওয়া সুপারিশে র্যাব বিলুপ্তির কথা বলা হয়েছে। বিজিবিকে সীমান্তরক্ষা, ডিজিএফআই-কে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখা ও আনসারের ওপর সেনাবাহিনী নিয়ন্ত্রণ না রাখার বিষয়ে সুপারিশ করেছে দিয়েছে জাতিসংঘ। এ বিষয়ে সরকারের অবস্থান কী- সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একটা প্রস্তাব তারা দিয়েছে, আমরা সবাই বসবো। বসার পর আমাদের যা ডিসিশন (সিদ্ধান্ত) সেটা আমরা জানাবো। তাদের এই তদন্তের বিষয়ে আমরা তো সবাই স্বাগত জানিয়েছি। তারা একটা ভালো কাজ করেছে। আমরা বসে একটা সিদ্ধান্ত নিব।
বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুসন্ধানী দল। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক ও অন্যরা বুধবার (১২ ফেব্রুয়ারি) জেনেভায় এক সংবাদ সম্মেলনের প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।
বাংলাদেশ সময় ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এসকে/এমএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।